সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডের এস আর এস শিপ বেকার্স নামে একটি শিপইয়ার্ডে মদ ভেবে এসিড খেয়ে দহরঞ্জন ত্রিপুরা (২৬) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া ধনেশ্বর ত্রিপুরা (২২) নামে আরও এক নিরাপত্তাকর্মী এখনো চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২০ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নিরাপত্তাকর্মী মারা যান।
এরআগে সকালে সাড়ে ৭টার দিকে অসুস্থ অবস্থায় তাদের দুজনকে হাসপাতালে আনা হয়।
জানা গেছে, শিপইয়ার্ডটির দুই নিরাপত্তাকর্মী ড্রামে থাকা এসিডকে মদ ভেবে খেয়ে ফেলে। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ।
চমেক হাসপাতালের দায়িত্বরত চট্টগ্রাম জেলা পুলিশের উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সকালে সীতাকুণ্ড থেকে এসিড খেয়ে ফেলা দুজন শ্রমিক হাসপাতালে ভর্তি করা হয়ে। তবে বিকেলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। অপরজন চিকিৎসাধীন আছেন।’