সীতাকুণ্ড প্রতিনিধি:
সীতাকুণ্ড (চট্টগ্রাম -৪) আসনের এমপি দিদারুল আলম করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (২০ আগস্ট) তাঁর করোনা রিপোর্টে পজিটিভ এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ।
তিনি চট্টলাকে জানান, ‘কয়েকদিন ধরে এমপির শরীর খারাপ ছিল। গায়ে হালকা জ্বর-মাথা ব্যথা ছিল। এতে সন্দেহ হওয়ায় তিনি বৃহস্পতিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
আজ সকালে প্রকাশিত রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। তার স্ত্রী-সন্তানরাও নমুনা দেন। তবে তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সাংসদ দিদারুল আলম মুঠোফোনে জানান, তিনি বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এর মধ্যে ১৩ আগস্ট তার শরীরে খারাপ লাগছিল। কয়েকদিন ধরে জ্বর-মাথা ভার হয়ে আসে। সন্দেহ দূর করতে করোনা পরীক্ষার জন্য উপজেলা কমপ্লেক্সে নমুনা দিলে শুক্রবার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এখন তিনি আইসোলেশনে আছেন।