নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আবারও হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে নতুন করে আরও ১০২৬ জন রোগী শনাক্ত হয়েছে।
নমুনা শনাক্তের হার ৩৮ দশমিক ৬৪ শতাংশ।
যা আগের দিনের তুলনায় ৯ দশমিক ৫৯ শতাংশ বেশি।
শনিবার (২২ জানুয়ারি) বিভিন্ন ল্যাবে নমুনা পরীক্ষায় এসব রোগী শনাক্ত হয়। রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত খবরে এসব তথ্য পাওয়া গেছে।
তবে এদিনও করোনায় আক্রান্তের মধ্যে কোন রোগীর মৃত্যু হওয়ার খবর পাওয়া যায় নি। শুরু থেকে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ হাজার ৩৪৩ জন।
তথ্যানুসারে, শনিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ৯টি ল্যাবে সর্বমোট ২ হাজার ৬৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১০২৬ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৬৪ শতাংশ। এদের মধ্যে নগরীর ৮২২ জন আর উপজেলার ২০৪ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১১ হাজার ১২৩ জনে এসে দাঁড়িয়েছে।
চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোন রোগী মারা যায়।