হাটহাজারীতে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত

হাটহাজারী প্রতিনিধি:

দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর তীরে প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস পালিত হয়েছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়াড়া ইউনিয়নের পাশে হালদা নদীর পাড়ে অবস্থিত ডক্টর শহিদুল্লাহ একাডেমিতে এ দিবস পালিত হয়।

এবারের প্রতিপাদ্য হলো ‘শুশুক ডলফিন থাকে যদি, ভালো থাকবে মোদের নদী।’

স্বাদু পানির ডলফিন সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করতে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান এনডিসি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম এহসানুল হায়দার চৌধুরী, হাটহাজারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনায়েদ কবির সোহাগ, ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক, হালদা বিশেষজ্ঞ ডক্টর মনজুরুল কিবরীয়াসহ আরো অনেকে।