

হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় মো. জিয়াবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৮ আগস্ট) দুপুর আড়াইটায় উপজেলার মাটির মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ জিয়াবুল হোসেন উপজেলার দক্ষিণ মিরের খিল এলাকার মৃত দানু মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুর আড়াইটার দিকে হাটহাজারীতে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন জিয়াবুল হোসেন নামের এক বৃদ্ধ। পরে হাসপাতালে নিয়ে আসলে বিকাল ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে লাশ মর্গে পাঠিয়েছে।