হাটহাজারী প্রতিনিধি :
চট্টগ্রামের হাটহাজারীতে আয়েশা আক্তার (২০) নামে এক গৃহবধূ বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ফরহাদাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বংশাল এলাকার নূর মোহাম্মদ ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
আয়েশা আক্তার ওই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী মাহফুজুর ইসলামের স্ত্রী। তাদের দাম্পত্য জীবনে ১০ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলে জানান।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গৃহবধূর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।