হাটহাজারী সড়কে দুর্ঘটনায় সকাল ও রাতে ২ জনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি :

চট্টগ্রামের হাটহাজারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৬৫) ও অজ্ঞাতনামা এক পথচারী (৩২) যুবক নিহত হয়েছে।

শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের চারিয়া বোর্ড স্কুল এলাকার ইজতেমা মাঠ সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী নিহত হয়।

অপরদিকে, একই দিন আজ শুক্রবার রাত ৮টায় মহাসড়কের মুন্সির মসজিদ সংলগ্ন এলাকায় অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক পথচারী যুবক নিহত হয়।

এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মহাসড়কের চারিয়া ইজতেমা মাঠ সংলগ্ন স্থানে সিএনজি অটোরিক্সা দুর্ঘটনায় এই মহিলা মারাত্মকভাবে আহত হয়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার জানান, চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত এ নারীকে মৃত ঘোষণা করেন। মরদেহটি মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টায় হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের মুন্সির সমজিদ সংলগ্ন এলাকায় এক যুবক রাস্তার পাশ দিয়ে হেটে যাওয়ার সময় পিছন থেকে একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সে গুরুতর আহত হয়। উপস্থিত স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের ওসি কামরুল আজম বলেন, মরদেহটি সুরুত হাল রির্পোট তৈরি করে শনিবার সকালে মর্গে পাঠনো হবে।