হালদায় আবারো মৃত তিমি ভেসে এলো

রাউজান প্রতিনিধি:

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র ও জোয়ার ভাটার নদী হালদা থেকে আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবসেও একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে। এ নিয়ে হালদা নদীতে ৩২তম ডলফিনের মৃত্যু হলো।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১১টায় রাউজান উপজেলার গড়দুয়ারা সিপাহীরঘাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট। তার শরীরে দুটি বড় আঘাতের চিহ্ন ছিল।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, ‘উদ্ধারকৃত ডলফিনটির দেহে ২টি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সকালে ডলফিনটিকে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে তীরে নিয়ে আসে। ডলফিনটি পাতানো ঘেরা জালে আটকানো ছিল। এর দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন প্রায় ৪০ কেজি ছিলো।’