৬ লাখ টাকা মূল্যের ১২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ দুই চোরকারবারি আটক

চন্দনাইশ প্রতিনিধি :

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১২৬৫ কার্টন বিদেশি সিগারেটসহ দুই চোরকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬ এপ্রিল (বুধবার) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী স্টেশনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি জিপ গাড়িও জব্দ করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন— উখিয়া হলদিয়া পাগলীর বিল এলাকার ফকির আহমদের ছেলে মো. আব্দুল গফুর প্রকাশ হাসান (৩৮) এবং একই এলাকার মো. ইসমাইলের ছেলে মো. জাহিদুল ইসলাম (১৯)।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন প্রেস বিবৃতিতে জানান,

মিয়ানমার হয়ে কক্সবাজার, কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা হচ্ছিল জব্দ করা এসব বিদেশি সিগারেট। গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী সিঙ্গার শো-রুমের সামনে থেকে তাদের আটক করা হয়। জব্দ করা এসব সিগারেটের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।