বিএফইউজে নির্বাচনে চট্টগ্রাম থেকে যারা নির্বাচিত হলেন

নগর প্রতিবেদক:

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এবারের নির্বাচনে চট্টগ্রাম থেকে ৪ জন নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাব কার্যালয়ে ভোটগ্রহণ চলে। এরপর গণনা শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।

এবারের নির্বাচনে চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন চার জন —সহ-সভাপতি পদে শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী, নির্বাহী সদস্য পদে আজহার মাহমুদ ও প্রণব বড়ুয়া অর্ণব।

চট্টগ্রাম কেন্দ্রের ফলাফলে সহ-সভাপতি পদে শহীদ উল আলম ১৯৩ ভোটে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজিমুদ্দিন শ্যামল ১০৭ ভোট পেয়েছেন। এছাড়াও সরোয়ার আজম মানিক পেয়েছেন ১০ ভোট।

যুগ্ম মহাসচিব পদে মহসীন কাজী ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শহীদুল্লাহ শাহরিয়ার ১২৩ ভোট ও আহসান সুমন পেয়েছেন ৫ ভোট।

নির্বাহী সদস্য দুইটি পদে ১৭৩ ভোট পেয়ে সর্বোচ্চ ভোটে বিজয়ী হয়েছেন আজহার মাহমুদ ও ১৫২ ভোটে বিজয়ী হয়েছেন প্রণব বড়ুয়া অর্নব। এছাড়া মিজানুর রহমান ইউসুফ ৫৯ ও রুবেল খান পেয়েছেন ১৩১ ভোট।