কাজির দেউড়ির যাদুঘরে জিয়ার নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি মহানগর স্বেচ্ছাসেবক লীগের

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি শিশু পার্ক ও যাদুঘরের প্রবেশমুখে অবস্থান নিয়ে জিয়া স্মৃতি জাদুঘরের নাম পরিবর্তনের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

মঙ্গলবার (১০ মে) বিকেলে নগরীর কাজীর দেউড়ি এলাকার বিজয় শিখা চত্বরে এ কর্মসূচি পালন করে মহানগর স্বেচ্ছাসেবক সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ সভাপতি আবুল হাসনাত মো. বেলালসহ সংগঠনটির নেতাকর্মীরা।

নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু কর্মসূচি থেকে জানান , ‘প্রতিটি ওয়ার্ড থেকে নেতা কর্মীদের কাছ থেকে স্বাক্ষর নেবে সেচ্ছাসেবক লীগের সদস্যরা। এরপর দাবিটি সংস্কৃতি মন্ত্রণালয়ে পেশ করা হবে। এর আগেও বিভিন্ন সংগঠন খুনির জিয়ার নামে জাদুঘরের নাম পরিবর্তনের দাবি জানিয়েছে। মহানগর স্বেচ্ছাসেবক লীগ এর ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করছে এবং এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন শ্রেণির পেশাজীবীসহ লেখক, গবেষক, বুদ্ধিজীবী, প্রকৌশলী ও চিকিৎসক, অ্যাডভোকেট এবং জনসাধারণ।