নিজস্ব প্রতিবেদক :
ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় পূর্ব প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম মহানগর এর আওতাধীন দুই সমুদ্র উপকূলীয় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের দুটি টিম গঠন করা হয়েছে।
সোমবার (৯ মে) চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে মহানগরীর দুই সমুদ্র উপকূলীয় এলাকা কাট্টলী ও পতেঙ্গার জন্য দুটি টিম গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে টিম কাট্টলী ও টিম পতেঙ্গা নামকরণের দুটি টীম গঠন করা হয়েছে।
টিম কাট্টলীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবীকে এবং টিম পতেঙ্গাতে সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ কে দলনেতা করা হয়েছে। সেই সাথে দুটি টিমে দলনেতাসহ মোট ১০ জন সদস্য রাখা হয়েছে। যেখানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০ জন সদস্যই স্থান পেয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু।
তিনি জানান, স্বেচ্ছাসেবক লীগ মানেই সেবক। ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাশাপাশি চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ সব সময় প্রস্তুত। আর তাই কোনরকম দুর্যোগ যেন নগরীর মানুষকে কষ্ট না দেয় সে কারণে পূর্ব প্রস্তুতি হিসেবে এই দুটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য যে, বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ যেকোনো সময় গতি পরিবর্তন করে করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম।
সোমবার (৯ মে) সকালে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ঘূর্ণিঝড় ‘অশনি’ আজ গতিপথ পরিবর্তন নাও করতে পারে।আন্দামান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন বঙ্গোপসাগরে অবস্থান করছে। অন্যদিকে ভারত মহাসাগরে আরও একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। এটিও ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করছে ভারতের আবহাওয়া অধিদফতর। আর নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ‘অশনি’র গতিও নিতে পারে ভয়ঙ্কর রূপ।
জানা যায়, নিরক্ষরেখার উত্তরে ঘূর্ণিঝড় অশনি। আর নিরক্ষরেখার দক্ষিণে দ্বিতীয়টি এখন নিম্নচাপে পরিণত হয়েছে, এটি দ্রুত আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে।
বর্তমানে যে গতিপথে আছে তাতে মঙ্গলবার যে কোন সময় অশনি ভারতের উপকূলের আছড়ে পড়তে পারে। এ কারণে সাগর বিক্ষুব্ধ থাকায় দেশের চার সমুদ্র বন্দরে আগের মতো ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। তবে যেকোনো সময় গতি পরিবর্তন করে বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপকূলে আঘাত হানার শঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় অশনির।