নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা ও অসহায়-এতিম দরিদ্র ৩ শ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিন ব্যাপী নানান কর্মসূচির আয়োজন করে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ।
এ সময় উপস্থিত ছিলেন সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী, যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত চৌধুরী, তপন চক্রবর্তী, ডা. হোসেন আহমেদ, কার্যকরী সদস্য দেবাশীষ পাল দেবু, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য মামুন চৌদুরী।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরওয়ার কামাল জুয়েল, কলামিস্ট নাজিম উদ্দিন এনেল, আনিসুর রহমান লিটু, মো. নজরুল ইসলাম, সৌরেন বড়ুয়া ও সুচিন্তা স্টুডেন্ট অ্যান্ড উইয়ংস সাউদার্ন মেডিকেল কলেজের সমন্বয়ক ডা. এ টি এম রকিবুল হাসান প্রমুখ।