অংকুর বৃত্তি অনলাইন-অফলাইন নিবন্ধনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সাড়া জাড়ানো বৃত্তি অংকুর বৃত্তি পরীক্ষার অনলাইন ও অফলাইন নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ সেপ্টেম্বর ) বৃত্তি প্রকল্প সদস্য সচিব তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে অংকুর চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে এ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অংকুর বৃত্তির উপদেষ্টা আমান উল্লাহ। প্রধান বক্তা ছিলেন পরীক্ষার আহ্বায়ক আ.ন.ম জোবায়ের।

এ সময় প্রধান বক্তা বলেন, মেধাবীদের মেধার প্রতিযোগিতার চর্চা বাড়ানোর জন্য অংকুর প্রতিবছর এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। তার ধারাবাহিকতায় এ বছরও শিক্ষার্থীরা যাতে নিজেদের মেধাকে শাণিত করতে পারে তাই আমরা এই উদ্যোগকে অব্যাহত রেখেছি।


তিনি আরো জানান, এই বছর পরীক্ষায় মধ্যে সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত একজন হবেন অংকুর স্টুডেন্ট অফ দ্য ইয়ার। যাকে প্রদান করা হবে ল্যাপটপ।


এ সময় উপস্থিত ছিলেন অংকুর ধাঁনসিড়ি ও পানকৌড়ি জোনের পরিচালক হোসাইন আজম, সাখাওয়াত হোসেন ফরহাদসহ অংকুর বিভিন্ন জোনের পরিচলকগণ।