শিক্ষাঙ্গন ডেস্ক :
চলতি বছর ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সংক্ষিপ্ত আকারে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা।
রোববার (৮ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করে এ তথ্য জানায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি।
নির্দেশিকায় জানানো হয়- আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা হবে দুই ঘণ্টায়। এর মধ্যে রচনামূলক অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতিতে কম নম্বর ও সময়ে পরীক্ষা নেয়া হচ্ছে।
তবে নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ আগামী ২২ আগস্ট।