রাউজান প্রতিনিধি :
রাউজানে কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অশ্লীল মন্তব্য করায় উক্ত কলেজ থেকে বহিস্কার হয়েছে মো. সাকিবুর রহমান নামে এক ছাত্র।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় একাদশ শ্রেণির মানবিক বিভাগের ওই শিক্ষার্থীকে বহিস্কার করে একটি অফিস আদেশও জারি করা হয়েছে।
ওই ছাত্রকে বহিস্কার করেছে রাউজান সরকারি কলেজ কর্তৃপক্ষ। ছাত্র সাকিবের বাবার নাম মো. মাহাফুজুর রহমান এবং তার ক্লাস রোল ৯০।
অফিস আদেশে বলা হয়েছে, রাউজান কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে অশ্লীল মন্তব্য করায় শৃঙ্খলা কমিটির সুপারিশক্রমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র মোহাম্মদ সাকিবুর রহমানকে কলেজ থেকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ফলে ওই শিক্ষার্থীর অ্যাসাইনমেন্ট গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অনুরোধ করা হয়।
একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভার্চুয়াল প্ল্যাটফর্মে মন্তব্য করা বা মন্তব্যে লাইক, কমেন্টকরা অথবা যেকোন পোস্ট শেয়ার করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের জন্য সকলকে অনুরোধ করা হয়। তবে কি ধরনের অশ্লীল মন্তব্য তা উল্লেখ করা হয়নি।
এই বিষয়ে কথা বলার জন্য রাউজান কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সেলিম নাওয়াজকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে পাওয়া যায়নি।