প্রিমিয়ার ইউনিভার্সিটির ২০২১-২০২২ সালের বাজেট অনুমোদিত

শিক্ষাঙ্গন ডেস্ক :

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটির সভা কর্তৃক ২০২০-২০২১ সালের সংশোধিত বাজেট অনুমোদিত হয় এবং ২০২১-২০২২ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়। ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও অর্থ কমিটির সভাপতি মিসেস হাসিনা মহিউদ্দিন এর সভাপতিত্বে এ বাজেট অনুষ্ঠিত উপস্থাপন ও অনুমোদন হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য, সমাজবিজ্ঞানী ও একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. অনুপম সেন, সিনিয়র অফিসার (অ্যাকাউন্টস) রাজিব কুমার বৈদ্য ও শিহাব উদ্দিন কবির প্রমুখ।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভার সঙ্গে অর্থ কমিটির সদস্য হিসেবে সংযুক্ত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল আলম।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির অর্থ কমিটি বাজেটে গবেষণার জন্য গত বছরের তুলনায় এই বছর বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়, যা শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীরা গবেষণার জন্য পাবেন।

এছাড়াও বিশেষ বরাদ্দ রয়েছে বই ও আন্তর্জাতিক জার্নালসমূহ ক্রয় করার জন্য।

এছাড়াও সভায় অর্থ কমিটির সদস্য হিসেবে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, সাবেক এমপি মিসেস সাবিহা মুসা, প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম মঈনুল হক ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন চৌধুরী উপস্থিত ছিলেন।