বর্ণাঢ্য আয়োজনে ‘স্বপ্নযাত্রী’র ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন
প্রকাশ : ২৬ নভেম্বর, ২০২২ ৫:৩৮ : পূর্বাহ্ণ |
বিভাগ : বৃহত্তর চট্টগ্রাম জেলা
প্রেস বিজ্ঞপ্তি:
দীর্ঘ পথচলার সাত বছরে পদার্পণ উপলক্ষে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী নগরীর মোটেল সৈকতে দিনব্যাপী জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
আয়োজনের প্রথম অধিবেশনে দক্ষতামূলক বিশেষ কর্মশালা ‘মাইন্ড দ্যা গ্যাপ’ অনুষ্ঠিত হয়। এতে উদ্দিপনামূলক বক্তব্য রাখেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার), ইডিইউ এর মাইন্ডজিম ও কাউন্সলর ড. আলমাসুর রহমান, বিশিষ্ট কলামিস্ট ও গবেষক ড. মাসুম চৌধুরী, Ranks এফসির সিইও তানভীর শাহরিয়ার রিমন, কর্পোরেট ট্রেইনার ও সংগঠক মোঃ শাখাওয়াত উল্লাহ শান্ত ভূঁইয়া।
দ্বিতীয় অধিবেশনে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিঃ ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম, পিপিএম।
মোঃ রুবেল মাহমুদ ও রুমির সঞ্চালনায়, অনুষ্ঠানের সদস্য সচিব সাফায়েত শিহাব এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, ৩২ আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন, সদস্য -মাউন্ট ব্যাটেলিয়ান ওপারেশনের ঈগল এর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ সবুর, রিহ্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কৈয়্যূম চৌধুরী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, চন্দনাইশ সমিতি চট্টগ্রাম এর সভাপতি আবু তাহের চৌধুরী, প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাসেল।
বক্তরা বলেন, মানবিক সমাজ বিনির্মাণে সরকারের সহযোগী হিসেবে দেশব্যাপী মানবিক প্রজেক্ট নিয়ে কাজ করছে স্বপ্নযাত্রীর প্রত্যেক কর্মী। তাদের নিরন্তর চেষ্টার ফলে দেশের বিভিন্ন প্রান্তে মানবতার মশাল প্রজ্জ্বলিত হচ্ছে। স্বপ্নযাত্রীর প্রত্যেক মানবিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ।অনুষ্ঠানে স্বপ্নযাত্রী অ্যাওয়ার্ড – ২০২২ বিজয়ী, সংগঠনের সেরা স্বেচ্ছাসেবী, সেরা লিডার, সেরা শাখা, উদীয়মান সেরা শাখার হাতে সম্মাননা ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়া সংগঠনের প্রকাশনা ‘স্বপ্নযাত্রী’র মোড়ক উন্মোচন শেষে কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদ শপথ গ্ৰহণ করেন।সবশেষে জাদু পরিবেশনার মাধ্যমে সদস্যদের উদ্দীপ্ত করেন বাংলার মিঃ বিন খ্যাত রাশেদ সিকদার। সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ ফরিদ।