শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তুলে দেশ উন্নয়নে এগিয়ে আসতে হবে কলেজগুলোকে : আমিনুল ইসলাম

লোহাগাড়া প্রতিনিধি :

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদেরকে উপযুক্ত করে গড়ে তুলে দেশ ও সমাজের উন্নয়নে এগিয়ে আসতে হবে কলেজগুলোকে, এজন্য যে কোন কলেজকে উপযুক্ত মানুষ গড়ার প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

শনিবার (১৮ সেপ্টম্বর) চট্টগ্রাম লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজের হল রুমে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামকে সভাপতি করে লোহাগাড়া বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের এডহক কমিটি ঘোষণা করা হয়। এ উপলক্ষে উক্ত সংবর্ধনা সভার আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজ কর্তৃপক্ষ সহ এডহক কমিটির অন্যান্য সদস্যরা।

শিক্ষার্থীদেরকে আদর্শিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহব্বান জানিয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আর এই মেরুদন্ড শক্ত করে তৈরি করার দায়িত্ব কলেজগুলোকে নিতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়নে আসবে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন।

কলেজ অধ্যক্ষ মো: ফয়েজ উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি এড. হুমায়ন কবির রাসেল, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোজাহেদ কায়ছার, অধ্যাপক স্বপন কুমার মজুমদার, অধ্যাপক বিরেন্দ্র দেব নাথ, অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, উত্তর আমিরাবাদ এম.বি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোহাম্মদ শাহাজাহান ও বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের কমিটির নেতৃবৃন্দরা।

এছাড়াও সংবর্ধনা সভায় কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ অংশগ্রহন করেন।