স্কুল খুলেছে ! আছে শঙ্কাও ! ৫৪৪ দিন পর শ্রেণিকক্ষে ফিরলো শিক্ষার্থীরা

শিক্ষাঙ্গন ডেস্ক :

বাংলাদেশের শিক্ষার্থীরা অবশেষে দেড় বছর পর শ্রেণিকক্ষে ফিরলো। দিনের হিসেবে ৫৪৪ দিন পর। দিনের শুরুতে চট্টগ্রাম মহানগর ও এর বাইরে জেলা উপজেলাতে অনেক এলাকাতেই দেখা গেছে পথে পথে ছেলেমেয়েরা হেঁটে যাচ্ছে। কেউ অভিভাবকের সাথে। কেউ সহপাঠীদের সাথে দল বেঁধে। কেউবা একাকী। তাদের পরনে স্কুলপোশাক। পিঠে ব্যাগ।

কয়েক দফা নির্দেশনা, ৩৯ দফা গাইডলাইন মানা না মানার চেয়েও তাদের মূল আনন্দ স্কুলব্যাগ কাঁধে নিয়ে স্কুলে ঢোকা। এ এক বিস্ময়! কোনোদিন কেউ ভাবেনি বছরজুড়ে স্কুল বন্ধ রাখতে হবে আর বন্ধুদের ছুঁয়ে দেখা যাবে না, মিলতে হবে অনলাইনে। অপার বিস্ময়ে অভিভাবকরাও স্ট্যাটাসে যুক্ত করছেন ‘সত্যি সত্যি স্কুল খোলা’, ‘স্কুল খুইলাসে রে মওলা’।

ভিকারুন্নিসা নূন স্কুলের দশম শ্রেণির এক শিক্ষার্থী গেটে ঢোকার মুখে বলেন, আমার গতকাল পর্যন্ত বিশ্বাস হয়নি স্কুল খুলছে। এর আগে কতবার বলা হলো, খুলবে খুলছে। আজ আমাদের ঈদের আনন্দ।

কুড়িগ্রামের উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবি দিয়ে অন্যরকম স্ট্যাটাস দিয়েছেন উন্নয়নকর্মী সাহানা হুদা। তিনি লিখেছেন, ১৮ মাস পর বাচ্চারা আজ ক্লাসে ফিরবে বলে স্কুলকে সাজানো হয়েছে। নতুন রঙ করা হয়েছে। ৫৪০ দিন পর দেশের প্রায় সব স্কুলেই আজ ঢং ঢং করে ঘণ্টা বেজে উঠবে, আকাশে ওড়বে জাতীয় পতাকা; সবার কণ্ঠে ধ্বনিত হবে ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।’ এ যেন এক নতুন আনন্দময় অভিজ্ঞতা। শুভকামনা ও ভালবাসা ছাত্র-ছাত্রীদের জন্য। সবাই যেন সুস্থ থাকে।

রাজবাড়ীর সুমাইয়া ইসলাম ফেসবুকে বেশ কয়েকজন শিক্ষার্থীর ছবি দিয়ে লিখেছেন, ‘স্কুল খুলেছে রে! কেউ পায়ে হেঁটে, কেউবা সাইকেলে, কেউ ভ্যানগাড়িতে। আহা কী আনন্দ।