নগর প্রতিবেদক :
নগরের বায়েজিদ থানার চক্রেসো কানন এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে ফারজানা খানম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ওই এলাকার তিন নম্বর রোডের ৬০ নম্বর প্লটের দ্বিতীয় তলার বাসায় এ ঘটনা ঘটে। নিহত ফারজানা বায়েজিদের পাহাড়িকা আবাসিক এলাকার জেবল হোসেনের মেয়ে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ‘ ওই গৃহবধু ফারজানাকে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে উদ্ধার করে সন্ধ্যা ৬টায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে কি কারণে আত্মহত্যা করেছেন তা এখনো জানা যায়নি।’
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।