

নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর হালিশহরের একটি পরিত্যক্ত বাড়ি থেকে মারুফ (২০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
সোমবার (৯ মে) সকালে হালিশহর এইচ ব্লকের ১ নম্বর রোড থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মারুফ কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার নজরুল ইসলাম ছেলে। থাকতেন হালিশহরের সবুজবাগ আনন্দধারা হাউজিং এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হালিশহরের এইচ ব্লকের একটি পরিত্যক্ত বাড়ির দেয়ালের পাশ থেকে মারুফ নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত মারুফের মা বর্তমানে নিজ বাড়িতে কিশোগঞ্জে রয়েছেন। তিনি এসে থানায় মামলা দায়ের করবেন বলে মুঠোফোনে জানিয়েছেন। এ বিষয়ে অনুসন্ধান অব্যাহত আছে। মামলা হলে আরো সুবিধা বেড়ে যাবে।