নগর প্রতিবেদক :
চট্টগ্রাম ইপিজেড ও কর্ণফুলী ইপিজেডে কর্মরত শ্রমিকদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
২৮ আগষ্ট শনিবার প্রথম দিনে ইপিজেড দুটিতে প্রায় তিন হাজার শ্রমিক টিকা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ইপিজেডের বিভিন্ন কারখানায় এ পর্যন্ত ৫০ হাজার শ্রমিক টিকার নেওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম শেষ করেছেন বলে জানা গেছে। চট্টগ্রাম ইপিজেডের মেডিকেল সেন্টার এবং যেসব কারখানায় বেশি শ্রমিক রয়েছে সেসব কারখানায় শ্রমিকদের সরাসরি টিকা দেওয়া হচ্ছে।
চট্টগ্রাম ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ বলেন, শ্রমিকরা করোনা সংক্রমণের শুরুতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছিল। তাদের সুরক্ষা দেওয়ার জন্য আজ থেকে টিকা কার্যক্রম শুরু হয়েছে।
তারাই ধারাবাহিকতায় প্রথমদিনে প্রায় তিন হাজার শ্রমিক টিকা পেয়েছে। আমাদের এখানে ১৫১টি প্রতিষ্ঠানের ১ লাখ ৬০ হাজার শ্রমিক কাজ করছে। মেডিকেল সেন্টার ও যেসব কারখানায় বেশি শ্রমিক রয়েছে সেখানে গিয়ে ভ্যাকসিনটা দেয়া হচ্ছে। আমরা আশা করছি খুব দ্রুত সময়ের ধেঘ্য সব শ্রমিককে টিকার আওতায় আনা হবে।
এর মধ্যে চট্টগ্রাম সিইপিজেডের ১৫১টি কারখানার মধ্যে সবচেয়ে বেশি টিকা নিয়েছে রপ্তানিমুখী পোশাক কারখানা প্যাসিফিক জিন্স লিমিটেডের শ্রমিকরা।
প্রর্যায়ক্রমে, দুই ইপিজেডের সব শ্রমিকদের টিকার আওতায় আনার চেষ্টা চালানো হচ্ছে বলেও জানান ইপিজেডের মহাব্যবস্থাপক মশিউদ্দিন বিন মেজবাহ।