পাঁচলাইশে শুরু হলো ৩ দিন ব্যাপী উইকন শুকরানা আবাসন মেলা

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের পাঁচলাইশে শুরু হয়েছে উইকন প্রপার্টিজের ৩ দিন ব্যাপী “উইকন শুকরানা” আবাসন মেলা।

রবিবার (১২ জুন) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন ফজলুল কাদের সড়কে ১২ তলা বিশিষ্ট নান্দনিক এবং অভিজাত এ আবাসন প্রকল্পের নির্মাণ কাজ, গ্রাউন্ড ব্রেকিং ও আবাসন মেলার উদ্বোধন করা হয়।

মেলার শুভ উদ্বোধন করেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজের অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাত মুহাম্মদ বেলাল, পাঁচলাইশ আবাসিক এলাকা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ সেলিম, আর্কিটেক্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আশিক ইমরান, এডিশনাল পুলিশ কমিশনার মোহাম্মদ শামীম, এডিশনাল ডিআইজি মোঃ জাফর।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পিটুপি ফ্যামিলির চেয়ারম্যান সাদমান সাইকা শেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, ভাইস চেয়ারম্যান মোস্তফা আনোয়ারুল ইসলাম।

পরিচালক মাহাদী ইফতেখার বলেন, স্মার্ট এবং বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও নান্দনিক ডিজাইনে পাঁচলাইশে নির্মিত হতে যাচ্ছে “উইকন শুকরানা” প্রকল্পটি। ১২ তলার এ প্রকল্পে বিলাসবহুল বিশ্বমানের স্মাটহোমের যাবতীয় সুযোগ-সুবিধা থাকবে। আগামী ১৪ জুন পর্যন্ত সকাল থেকে রাত নয়টা পর্যন্ত (রবি, সোম, মঙ্গলবার) এ মেলা চলবে।