যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম ও চীনকে ছাড়ালো বাংলাদেশ

অর্থনীতি ডেস্ক :

শুল্কমুক্ত বা কোটা সুবিধা না থাকলেও ডেনিমে ভর করে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভিয়েতনাম ও চীনকে ছাড়ালো এবার বাংলাদেশ।

যা ১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধির ৩০ ভাগ

দেশটির অ্যাপারেল দপ্তরের হিসাবে, গত বছরের ১১ মাসে রপ্তানি প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ আর আয় ৬শ ৩৬ কোটি ডলার। ভিয়েতনামের ১৩শ ২০ কোটি আর চীনের প্রায় ১৮শ কোটি ডলার।

পরিমাণে বাংলাদেশ তৃতীয় হলেও প্রবৃদ্ধিতে চীন, ভিয়েতনামের চেয়ে এগিয়ে। অটেক্সার হিসাবে, যুক্তরাষ্ট্রের আমদানি প্রবৃদ্ধি গড়ে ২৫ শতাংশ। কিন্তু বাংলাদেশ থেকে আমদানির প্রবৃদ্ধি প্রায় ৩০ শতাংশ।

অটেক্সার হিসাবমতে, ১১ মাসে যুক্তরাষ্ট্রে ৭০ কোটি ডলারের ডেনিম পোশাক রপ্তানি করে বাংলাদেশ। এতে প্রবৃদ্ধি হয় ৩৪ শতাংশ।উদ্যোক্তারা বলছেন, চীন মার্কিন টানাপোড়েন ও অ্যাপারেল কূটনীতি উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখছে রপ্তানি প্রবৃদ্ধিতে।

এছাড়া পোশাক খাতের ভাবমূর্তির উন্নতির কারণে রপ্তানি বাড়ছে বলে মত তাদের।২০১৮ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ধারাবাহিক। তবে এই ধারাবাহিকতা রক্ষা নিয়ে শঙ্কায় উদ্যোক্তারা।