হজ্ব যাত্রার ফ্লাইট শুরু আগামী ২৩মে থেকে চট্টগ্রামে বিমানবন্দরে

অর্থনীতি ডেস্ক:

চট্টগ্রামে হজ্ব ফ্লাইট শুরু হচ্ছে আগামী ২৩ মে থেকে। ২০২৩ এ হজ্ব যাত্রায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে যাবে ১০ হাজারের বেশি হাজ্বী। বাংলাদেশ বিমানের ২২টি ফ্লাইটে করে নেয়া হবে এসব হজ্ব যাত্রীদের। প্রতি ফ্লাইটে যাবে ৪১৯ জন হাজ্বী।

বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে ১০ হাজার যাত্রীকে শুধুমাত্র পরিবহন করবে। বিদেশি কোনো বিমান সংস্থা চট্টগ্রাম থেকে হজ্ব ফ্লাইট পরিচালনার সম্ভাবনা নেই।

বাংলাদেশ বিমান সূত্র জানিয়েছে, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি ২২টি ফ্লাইটে হজ্ব যাত্রী পরিবহন করা হবে। আগামী ২৩ মে ভোর ৫ টা থেকে শুরু হচ্ছে হজ্বের প্রথম ফ্লাইট। এর মধ্যে চট্টগ্রাম থেকে সৌদি আরবের জেদ্দা রুটে আর চট্টগ্রাম-মদিনা রুটে চলবে ফ্লাইট। ফলে এবারও জেদ্দা ও মদিনা রুটে সরাসরি যাত্রার সুযোগ পাচ্ছেন চট্টগ্রামের হজ্ব যাত্রীরা।

এর আগে ২০২২ সালে চট্টগ্রাম থেকে জেদ্দা রুটে ফ্লাইট ছিল ৯টি, চট্টগ্রাম-মদিনা রুটে ফ্লাইট ছিল দুটি। এ বছর ফ্লাইট চলবে ১১টি বেশি। মোট ২২টি। সে হিসেবে চট্টগ্রাম থেকেই ৯টি ফ্লাইট বেশি চলবে।