১১শ ৫৬টি কনটেইনার সহ মাদারভেসেল জাহাজ আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে

নিজস্ব প্রতিবেদক :

গত ২০ দিন আগে বন্দরের কুতুবদিয়া চ্যানেলে দুটি জাহাজের সংঘর্ষের ঘটনায় কাত হয়ে যাওয়া মাদারভেসেল (বড় জাহাজ) ‘এমভি হাইওয়ান সিটি’ টাগবোটের সাহায্যে নিরাপদে জেটিতে নিয়ে এসেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বুধবার (৪ মে) জাহাজটি কর্ণফুলী ড্রাইডক জেটিতে আনা হয়েছে।

এতে ওই জাহাজে থাকা ৮০০ কোটি টাকার মালামাল নষ্ট হওয়া থেকে রক্ষা পায়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক এ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বন্দরের টাগবোট কাণ্ডারী ১,৬,১০,১১, লুসাই, জরিপ-১১, বর্ষণ, প্রান্তিক সরোয়ার, মুরিং বোটের সহযোগিতায় মাদারভেসেলটি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও নিরাপদে জেটিতে আনা সম্ভব হয়েছে। ২০ ফুট লম্বা এমভি হাইয়ান সিটি জাহাজটিতে ১১শ ৫৬টি রপ্তানি কনটেইনার রয়েছে।

গত ১৪ এপ্রিল কুতুবদিয়া চ্যানেলে ‘এমটি ওরিয়ন এক্সপ্রেস’ নামে একটি জাহাজের সঙ্গে এই জাহাজের সংঘর্ষ হয়েছিল। এ সময় হাইয়ান সিটির পোর্ট সাইডে কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে জাহাজটি ৭ ডিগ্রি কাত হয়ে যায়।

কোটি কোটি টাকার পণ্য বাঁচাতে দ্রুত জাহাজটি জেটিতে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক আরও বলেন, পণ্য নিয়ে ‘এমভি হাইয়ান সিটি’ জাহাজটি বন্দর ত্যাগ করার সময় আরেকটি জাহাজের সাথে ধাক্কা লাগে। এতে জাহাজের কার্গো হোল্ডে ছিদ্র হয়ে পানি ঢুকে জাহাজটি ৭ ডিগ্রি কাত হয়ে যায়। এখন সাগরে আবহাওয়ার অবস্থা ভাল না। তার উপর জাহাজটিতে থাকা ১১শ ৫৬ কনটেইনারে প্রায় ৮০০ কোটি টাকার পণ্য রয়েছে।

তাই আমরা টাগবোটের মাধ্যমে মাদারভেসেলটি দ্রুত জেটিতে নিয়ে আসি। এ কাজে জাহাজ মালিকের প্রতিনিধি, স্থানীয় এজেন্ট, স্যালভেজ সংস্থা, পি অ্যান্ড আই, নৌবাহিনী, কোস্টগার্ড আমাদের সার্বিক সহযোগিতা করেছে।