১৬মে সোমবার থেকে ৩০টি ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে

অর্থনীতি ডেস্ক :

নিত্যপণ্যের দাম নিয়ে দিশেহারা ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে ট্রাকে করে ফের পণ্য বিক্রি শুরু করছে টিসিবি।

কাল ১৬ মে সোমবার থেকে নগরী ও জেলার ৩০টি এলাকায় ৩০টি ট্রাকে ন্যায্যমূল্যে সয়াবিন তেল, চিনি এবং মশুর ডাল বিক্রি করবে সরকারি এই বিপণন সংস্থা।

টিসিবি চট্টগ্রাম কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মো. হাবিবুর রহমান এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

টিসিবির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী কার্যনির্বাহী মো. হাবিবুর রহমান জানান , সোমবার (১৬মে) সকাল থেকে থেকে চট্টগ্রাম নগরী ও জেলায় সয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি বিক্রি করবে টিসিবি। ট্রাক থেকে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। পর্যায়ক্রমে ট্রাকের পরিমাণ বাড়ানো হবে।