২০-২৮ এপ্রিল পর্যন্ত নগরে ৫ ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট

ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামের পাঁচ বাণিজ্যিক ব্যাংকের শাখায় মিলবে নতুন নোট বা টাকা।

সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত প্রতিটি শাখায় পুরুষ ও মহিলা আলাদা কাউন্টারে জনপ্রতি ১০০, ৫০, ২০ ও ১০ টাকা মূল্যমানের এক প্যাকেট করে মোট ১৮ হাজার টাকার নতুন নোট বিনিময় করা যাবে। কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রাও নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের উপ-ব্যবস্থাপক ( ক্যাশ) তরুপ কান্তি বড়ুয়া এ বিষয়ে জানান, চট্টগ্রাম মহানগরীর ব্যাংক এশিয়া লিমিটেড অক্সিজেন শাখা, যমুনা ব্যাংক লিমিটেড বহদ্দারহাট শাখা, সাউথইস্ট ব্যাংক লিমিটেড হালিশহর শাখা, এবি ব্যাংক লিমিটেড ইপিজেড শাখা ও প্রাইম ব্যাংক লিমিটেড আইবিবি পাহাড়তলী শাখায় নতুন নোট বিনিময় করা হবে। ২০ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সাত কর্মদিবসে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ শাখা গুলোর মধ্যে নতুন নোট বিনিময় করা হবে।