অবৈধ স্থাপনা উচ্ছেদ: রেলওয়ের ২০কোটি মূল্যের প্রায় ৩০শতক জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে প্রায় প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫মে) সকালে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

অভিযানে আনুমানিক ২০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করে রেলওয়েকে বুঝিয়ে দেওয়া হয়।

দীর্ঘদিন থেকে কিছু অসাধু ব্যবসায়ী এসব দোকান অবৈধভাবে নির্মাণ করে ব্যবসা করে আসছিলো। রেলওয়ের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক উচ্ছেদ অভিযানের আদেশ দেন।

রেলওয়ে স্টেট অফিসার সহ অন্যান্য কর্মকর্তা ও সিএমপি এবং আরএনবি এ অভিযানে সহায়তা করে।