জেলা প্রশাসনের অভিযানে রাইফেলস্ ক্লাব’র বেদখল পাঁচ কোটি টাকার জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন রাইফেলস্ ক্লাবের সীমানাপ্রাচীর সংলগ্ন অবৈধ দখলকারীদের গড়ে তোলা ১১টি দোকানঘর উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানের মাধ্যমে পাঁচ কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে।

জেলা প্রশাসনের বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামিউল হিকমাহ এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন।

রোববার (২১ মে) কোতোয়ালী থানার আমতল মোড়ে ক্লাবটির পশ্চিম অংশে গড়ে তোলা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিউল হিকমাহ জানান, নগরীর আমতল মোড় সংলগ্ন রাইফেল ক্লাবটির সীমানার ওপর কাঁচা-পাকা দোকানঘর নির্মাণ করে ব্যবসা করছিল কিছু অবৈধ দখলদার। উচ্ছেদ অভিযানে ওই দোকানগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাক‌বে।

উচ্ছেদ অভিযানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও আনসার সদস্যরা।