গাড়ি থামিয়ে সড়কে চাঁদাবাজি করলে হবে মামলা, বিআরটিএ অনুমতি ছাড়া দেয়া যাবে না ড্রাইভিং প্রশিক্ষণ
নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরীক্ষা শেষে মোটরসাইকেল চালক ও আরোহীদের জন্য হেলমেট বাজারজাত করতে হবে।
বুধবার (১৭ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির ১১১ দফা সুপারিশমালা বাস্তবায়নে টাস্কফোর্সের সভা শেষে তিনি এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেলমেট বিএসটিআইয়ের পরীক্ষা ছাড়া বাজারে বিক্রি করা যাবে না।
তিনি সড়কে চাঁদাবাজি বিষয়ে আরো বলেন, যদি কেউ রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা নেয়, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। এছাড়াও ড্রাইভিং প্রশিক্ষণের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটি) অনুমোদন নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করতে হবে।