নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামের লোহাগাড়ায় আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ কনস্টেবল জনি খানের বিছিন্ন হওয়া হাতের কব্জি প্রতিস্থাপন করা হয়েছে।
এর আগে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করএ ঢাকায় নেওয়া হয়েছে ওই পুলিশ সদস্যকে ।
সোমবার (১৬ মে) থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত এ তথ্য জানান।
কনস্টেবল জনি খানকে রোববার রাত আড়াইটার দিকে ঢাকার আল মানার হাসপাতালে অপারেশন করে হাত প্রতিস্থাপন করা হয়েছে বলে জানান এসআই ভক্ত চন্দ দত্ত।
উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ দত্ত বলেন, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে রোববার দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। আমি তার সঙ্গেই আছি। ঢাকার ওই হাসপাতালে চিকিৎসকরা তার হাতের অপারেশনের করে বিছিন্ন কব্জি প্রতিস্থাপন করা হয়েছে।
উল্লেখ, রোববার সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অভিযানে গিয়ে আসামির দায়ের কোপে হাতের কবজি বিচ্ছিন্ন হয় কনস্টেবল জনি খানের। একই ঘটনায় আরও এক কনস্টেবল আহত হন। ঘটনার পর পালিয়ে যান আসামি কবির আহম্মদ।