শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ করা আব্দুল হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

নিজের কোম্পানীতে শেয়ার দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া চক্রের প্রধান মোহাম্মদ আব্দুল হককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (২৩মে) বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-৭ সহকারী পরিচালক মো নুরুল আবছার (মিডিয়া)।

তিনি জানান, গ্রেফতারকৃত আবদুল হকের বিরুদ্ধে ৯ টি মামলা রয়েছে এবং বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এই আব্দুল হক।

এ সময় আসামির কাছ থেকে প্রতারণার আলামত হিসেবে চট্টগ্রামের বিভিন্ন ব্যাংকের এটিএম ও অন্যান্য কার্ড, বিদেশী ডানহিল সিগারেট, চেক বই, আইপ্যাড ট্যাব, বিভিন্ন ব্রান্ডের হাতঘড়ি, আইফোন এবং এ্যান্ড্রয়েড মোবাইল উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব-৭ এর এই কর্মকর্তা।

র‌্যাব-৭ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত প্রতারক বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের নাম ভাঙ্গিয়ে তার কোম্পানীতে চাকুরী এবং শেয়ার দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করত এবং পরবর্তীতে তাদেরকে কোম্পানীর শেয়ারের টাকার লভ্যংশ দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যাংকের চেক প্রদান করত। যেসব একাউন্টে কোন টাকা থাকতো না।