কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামিদের বাঁচাতে জেরার নামে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।
আর আসামিপক্ষের আইনজীবীদের দাবি, সাক্ষী হাফেজ মোহাম্মদ আমিন মিয়ানমারের নাগরিক, দেশের প্রচলিত আইনে বিদেশী নাগরিককের সাক্ষ্য দেয়ার অধিকার নেই।
মামলায় ৫ম সাক্ষী প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদের সাক্ষ্যগ্রহণ ও জেরা পর তারা এসব বলেন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণের ৩য় দিনে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ঈসমাইলের আদালতে মামলার প্রত্যক্ষদর্শী হাফেজ মোহাম্মদ আমিনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
মামলার আসামি পুলিশের বরখাস্ত ওসি প্রদীপ ও লিয়াকতসহ মামলার ১৫ আসামিকেও হাজির করা হয়। আগামীকাল ৬ষ্ঠট সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হবে।
এর আগে গত ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত মামলার বাদি, মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস ও সিনহার সাবেক সহকর্মী সাহেদুল ইসলাম সিফাত, ৩ নম্বর স্বাক্ষী মোহাম্মদ আলী, ৪নং সাক্ষী কামাল হোসেনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
গত বছরের ৩১ জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।