নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম সরকারী সিটি কলেজের সামেনে গড়ে উঠা অবৈধ ২৯টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ।
এসময় জেলা প্রশাসনের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সরকারি আদেশে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এর আগে আমরা তাদেরকে দোকানগুলো উচ্ছেদের জন্য নোটিশ দিয়েছিলাম। কিন্তু তারা দোকানগুলো না সরানোয় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হল।
সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত বলেন, ১৯৭৪ সালে কলেজ যখন বেসরকারী ছিল তখন তারা কলেজের সঙ্গে যে চুক্তি করেছিলে তার প্রায় শর্তই তারা ভঙ্গ করে।
তিনি আরও বলেন, তারা ভাড়া দেয় ডিসি অফিসে এবং ভাড়াটা পুরোনা ভাড়া ২০০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা। আমি কলেজে যোগদান করার পর দেখলাম প্রতি বছরই দোকান নিয়ে অনেক টাকার অডিট আপত্তি আসে। তখন অডিটে বলা হয় কম ভাড়ায় দোকানগুলো ভাড়া দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করছে। ভাড়া তো কলেজ পায় না।
গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে সিদ্ধান্ত হয় স্কুল কলেজের সামনে কোনো দোকান রাখা যাবে না। সিদ্ধান্তের পর ২৯ নভেম্বর মাউশি আমাদের চিঠি দেয় দোকানপাট থাকলে উচ্ছেদ করতে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাই। জেলা প্রশাসন সেই অনুযায়ী দোকানগুলো উচ্ছেদ করেছে।