নিজস্ব প্রতিবেদক :
চট্রগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের ‘ট্রাফিক সচেতনতা’ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুরে জিইসি মোড়ের জামান হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়।
ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার মোঃ মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও টিআই পাঁচলাইশ মোঃ মঞ্জুর হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ।
ট্রাফিক উত্তর বিভাগের ‘ট্রাফিক সচেতনতা’ সভাবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআই প্রশাসন ( ট্রাফিক উত্তর) জহুরুল ইসলাম সরকার।
সচেতনতা সভায় ট্রাফিকের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয়। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
এছাড়া পাঁচলাইশ এলাকার সার্জেন্টগণ ও ট্রাফিক সদস্যরাও উপস্থিত ছিলেন।
এতে আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন মালিক, চালক সহ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।