সিএমপি তিন থানায় নতুন অফিসার্স ইনচার্জ

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং, আকবরশাহ ও সদরঘাট তিন থানায় অফিসার্স ইনচার্জ বা ওসি পদে রদবদল করা হয়েছে।

সোমবার (১৬ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এ রদবদল অফিস আদেশ প্ররণ করা হয়।

সদরঘাট থানার ওসিকে মো. সাখাওয়াৎ হোসেন ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

সদরঘাট থানার ওসি পদে পদায়ন করা হয়েছে বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মো. খাইরুল ইসলামকে।

এদিকে, কক্সবাজার থেকে সিএমপিতে মো. ওয়ালী উদ্দিন আকবরকে আকবরশাহ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, ওয়ালী উদ্দিন আকবর এর আগে সিএমপির পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর পিবিআইতে দায়িত্ব পালনকালে ফেনীর মাদ্রাসা ছাত্রী নূসরাত হত্যা মামলার তদন্তে সম্পৃক্ত থেকে মামলার রহস্য উদঘাটন করেন। তারপর কক্সবাজারে মেজর সিনহা হত্যাকাণ্ডের পর দেশ থেকে বাছাই করে কক্সবাজারে পদায়ন করার সময় ‘ক্লিন ম্যান’ হিসেবেও কক্সবাজারে পদায়ন করা হয় ওয়ালী উদ্দিন আকবরকে।

এরগত দুই মাস আগে ডবলমুরিং থানার ওসি আবুল কাশেম ভূঁইয়াকে ঢাকা রেঞ্জে ও আকবরশাহ থানার ওসি জহির হোসেনকে পিবিআইতে বদলি করা হয়েছিল।