আইন আদালত ডেস্ক :
চট্টগ্রামে স্ত্রীর করা মামলায় সহকারী কর কমিশনার রাজীব রানা মল্লিককে (৪৩) কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক জুয়েল দেব তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাজীব রানা মল্লিক বাঁশখালী উপজেলার গুনাগরি ইউনিয়নের মল্লিক বাড়ির মৃত রঞ্জিত মল্লিক বাবুলের ছেলে। বর্তমানে তিনি ঢাকা কর অঞ্চল-১৪-এর সহকারী কর কমিশনার (চ.দা.) হিসেবে কর্মরত।
এর আগে, যৌতুক দাবির অভিযোগে গত ৬ মার্চ চট্টগ্রাম আদালতে মামলা করেন তার স্ত্রী প্রিয়া মুহুরী মল্লিক (৩০)।
মামলার বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, ‘যৌতুক আইনের ৩ ধারায় স্ত্রীর দায়ের করা মামলায় আসামি রাজীব রানা মল্লিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১০ সালের ৮ জুলাই তাদের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের পর যৌতুক দাবির পাশাপাশি যৌতুকের জন্য স্ত্রী মুহুরী মল্লিককে মারধর করা হয়। স্বামী রাজীব রানা মল্লিক মাদকাসক্ত বলেও এজাহারে উল্লেখ করা হয়।