কাবুল ছেড়ে এখন কাতারের রাজধানী দোহায় ১৬০ আফগান শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে আটকে পড়া চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ আফগান শিক্ষার্থী অবশেষে হামিদ কারজাই বিমান বন্দর ছেড়ে গেছেন।

২৮ আগষ্ট শনিবার রাতে বিশেষ বিমানে কাবুল ছেড়ে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন তারা।

সেখান থেকে যে কোন সময়ে বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস । তিনি গণমাধ্যমকে বলেছেন, তারা শনিবার রাতে কাতারে পৌঁছেছেন।

সেখান থেকে ঢাকা এসে পৌঁছবেন। বিশেষ বিমানে করে তাদের সাথে আসবেন কাবুলে আটকা পড়া ১২ বাংলাদেশী নাগরিকও।

গত সোমবার থেকে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে সে দেশের ১৬০ জন শিক্ষার্থী বাংলাদেশে ফেরার জন্য অবস্থান করছেন। সবকিছু ঠিক থাকলেও গত বৃহস্পতিবার এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় তা ভেস্তে যায়। যদিও আন্তজার্তিক সাহায্য সংস্থা এইউডাব্লিউর ব্যবস্থাপনায় ভাড়া করা বিমানে করে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের এসব শিক্ষার্থীরা এখন নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরতে পারবেন।

জানা যায়, গেল সপ্তাহে তালেবান আফগানিস্তান দখল করার পর থেকে উদ্ভূত পরিস্থিতিতে দুইদিন ধরে কাবুল বিমানবন্দর বন্ধ। ফলে বিপাকে পড়েন দেশের চট্টগ্রাম নগরের বায়েজিদে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের ১৬০ শিক্ষার্থী। তারা ঢাকায় আসার পর কয়েকদিন কোয়ারেন্টিনে থেকে চট্টগ্রাম আসবেন। করোনার কারণে গত বছর নিজ দেশ আফগানিস্তানে ফিরে গিয়েছিলেন ১৬০ আফগান ছাত্রী। এইউডাব্লিউর পক্ষ থেকে একটি উড়োজাহাজের ব্যবস্থা করা হয়। ঢাকায় ফেরার লক্ষ্য গত সোমবার থেকে তাঁরা কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন। কিন্তু ফ্লাইট চলাচল বন্ধ থাকায় তাঁরা আসতে পারেননি।