ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে ফের ডিম নিক্ষেপ করে হামলা

আন্তর্জাতিক ডেস্ক :

থাপ্পড়ের পর এবার ডিম নিক্ষেপ করা হয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে।

দেশটির লিয়ন শহরে এ ঘটনা ঘটে বলে সোমবার (২৭ সেপ্টেম্বর) এখবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ডিমটি প্রেসিডেন্টের কাঁধে আঘাত করলেও ভাঙেনি। লিয়নে রেস্তোরাঁ ও হোটেল বাণিজ্য মেলা পরিদর্শন করতে গিয়েছিলেন ম্যাক্রোঁ।

ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, পরবর্তী কোনও সময়ে তিনি ওই ব্যক্তির সঙ্গে কথা বলার চেষ্টা করবেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত জুনের পর ফের আক্রমণের শিকার হয়েছেন। এবার দেশটির লিও শহরের একটি রেস্টুরেন্ট ডিম হামলার শিকার হলেন তিনি।

ইউরো নিউজের খবরে জানা গেছে, একটি বাণিজ্য মেলায় অংশ নিতে ওই রেস্টুরেন্টে গিয়েছিলেন ম্যাখোঁ।

ইউরো নিউজের খবরে বলা হয়, রেস্টুরেন্টে এক ব্যক্তি ফ্রান্সের প্রেসিডেন্টের উদ্দেশ্যে ডিম ছুঁড়ে মারেন। ডিমটি প্রেসিডেন্টের কাঁধে লাগে। তবে এটি ভাঙেনি। ডিম ছুঁড়ে মারা ব্যক্তিকে তাৎক্ষনিক রেস্টুরেন্ট থেকে সরিয়ে নেয় উপস্থিত নিরাপত্তাকর্মীরা।

তখন ইমানুয়েল ম্যাখোঁ বলেন, ‘যদি তিনি (ডিম ছুঁড়ে মারা ব্যক্তি) আমাকে কিছু বলতে চান তাহলে তাকে বলতে দিন। তাকে আমার কাছে আসতে দিন।’ তখন ম্যাখোঁ তার উপর ডিম ছুঁড়ে মারা ব্যক্তিকে সচক্ষে দেখতে চান। এর আগে গত জুনে অপ্রতীকর ঘটনার শিকার হয়েছিলেন ম্যাখোঁ। সে সময় দেশটির দক্ষিণ-পূর্ব এলাকায় সফরের সময় এক ব্যক্তি তাকে প্রকাশ্যে চড় মারেন।