সৌদিতে ড্রোন হামলায় ৩ বাংলাদেশি সহ আহত ১০ জন

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে ইয়েমেনের সীমান্তে কাছে জাজান শহরের একটি বিমানবন্দরে ড্রোন হামলায় ৩ বাংলাদেশিসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কিং আব্দুল্লাহ বিমানবন্দরে হামলা হয় বলে জানিয়েছে সৌদি বার্তা সংস্থা ।

এতে ৬ সৌদি আরোহী, ৩ বাংলাদেশি শ্রমিক এবং এক সুদানের নাগরিক আহত হয়। হামলায় বিমানবন্দরের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ড্রোন হামলা হয় বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও এর জন্য ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরই দুষছে সৌদি সরকার।

বুধবার আভা বিমানবন্দরে আরেকটি ড্রোন হামলা প্রতিহত করে সৌদি আরবের প্রতিরক্ষা বিভাগ। ৩১ আগস্ট কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় ৮ জন আহত হয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রথম হামলায় তিন বাংলাদেশি আহত হন।

তাদের সঙ্গে আহত হন ছয় সৌদি নাগরিক এবং এক সুদানি নাগরিক।হামলায় বিমানবন্দরের সামনের বেশ কিছু কাচ ভেঙে পড়ে।তবে দ্বিতীয় ড্রোনটিকে বিস্ফোরণের আগেই ভূপাতিত করা হয়েছে বলে ইয়ামেনি অভিযান পরিচালনাকারী সৌদি নেতৃত্বাধীন বাহিনী জানিয়েছে।

তবে এতে ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা জানানো হয়নি।ইয়ামেনে ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বে সামরিক অভিযান চলছে। সৌদি বাহিনী দেশটির ক্ষমতাচ্যুত মনসুর হাদিকে সমর্থন দিচ্ছে।

অন্যদিকে তাদের বিরুদ্ধে লড়ছে হুতি বিদ্রোহীরা, যাদের পেছনে ইরানের সমর্থন রয়েছে।দুদফা ড্রোন হামলার পরও বিমানবন্দরের কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।