আন্তর্জাতিক ডেস্ক:
ক্যারিবিয়ান সাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র হাইতির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৭ জনে।
স্থানীয় সময় শনিবার দেশটিতে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভয়াবহ এ ভূম্পিকম্পে বহু গির্জা, হোটেল ও ঘর-বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
এ অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
ভবনগুলো ধসে পড়তে পারে- এমন আশঙ্কায় ভূমিকম্পের সময় ওই অঞ্চলের লোকজন ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে, ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও কিছুক্ষণের মধ্যেই তা তুলে নেয়া হয়।