খেলাধুলা ডেস্ক:
গত ২৮ অক্টোবর রোনালদো ও তার স্ত্রী জিওর্জিনা রদ্রিগেস দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের বাবা হচ্ছেন বলে জানিয়েছিলেন।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো সোমবার (১৮ এপ্রিল) পিতা হয়েছেন। জমজ সন্তানের মা-বাবা হবার কথা ছিল। কিন্তু জন্ম নেওয়ার আগে গর্ভেই মারা গেল তাদের যমজ সন্তানের একজন।
সোমবার (১৮ এপ্রিল) রাতে ইনস্টাগ্রামে শেয়ার করা এক পোস্টে নিজের মেয়ে হওয়ার খবর জানিয়েছেন রোনালদো। একইসঙ্গে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জানিয়েছেন, তার ছেলের মারা যাওয়ার খবরটিও, যা দেখে শোকের সাগরে ভাসছে গোটা ক্রীড়াঙ্গন। টুইটারে এক বিবৃতিতে রোনালদো লিখেছেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ছেলে মারা গেছে যেকোনো মা-বাবার কাছেই এটা সবচেয়ে বড় দুঃখ। এক মাত্র মেয়ে সন্তানের বেঁচে যাওয়াই এই কঠিন সময়ে আমাদের শক্তি জোগাচ্ছে। কিছুটা আশা এবং খুশি নিয়ে অন্তত বাঁচতে পারছি।’
এসময় চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়ে রোনালদো আরও লিখেছেন, ‘আমরা চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানাতে চাই। তারা দারুণ সেবা ও সহযোগিতা করেছেন। ছেলের মৃত্যুতে আমরা শোকে নিমজ্জিত। এই কঠিন সময়ে পরিবারের গোপনীয়তা রক্ষার অনুরোধ জানাচ্ছি।’
শেষ করার আগে নিজের ছেলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে রোনালদো লিখেছেন, ‘আমাদের ছোট্ট ছেলে, তুমি আমাদের নক্ষত্র। আমরা সবসময় তোমাকে ভালোবাসবো।’
২০১০ সালে প্রথম বার সন্তানের বাবা হন রোনালদো। ছেলের নাম দেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। ঘটনাচক্রে সেই ছেলেও এখন ফুটবলে বাবার পদাঙ্ক অনুসরণ করার পথে। তবে কোনো দিনই তার মাতৃপরিচয় সামনে আনেননি রোনালদো।
২০১৭ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানে এভা এবং মাতেয়োর বাবা হন রোনালদো। সেই বছরই নভেম্বরে জিওর্জিনা এবং তার প্রথম সন্তান আলানার জন্ম হয়। এর পর এই বছর যমজ সন্তান হওয়ার কথা ছিল। কিন্তু তার একজনকে আগেই হারালেন রোনালদো।