নগর প্রতিবেদক :
চট্টগ্রামের ছেলে ক্রিকেটার তামিম ইকবাল খানকে আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে না রেখে সেখান থেকে বাদ দেওয়ায় মানববন্ধন করেছে তামিম ভক্তরা।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়ামে ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে ক্রিকেটপ্রেমী বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সহ তামিমভক্তরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ জনের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। কিন্তু এ স্কোয়াডে এক অজানা কারণে চট্টগ্রামের বাসিন্দা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে রাখা হয় নি। তামিম ইকবালের মত একজন ক্রিকেটারকে বিশ্বকাপ স্কোয়াডের বাইরে রাখায় আমরা চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা খুবই হতাশ।
আসন্ন টি-২০ বিশ্বকাপ স্কোয়াড বোর্ড যেন তামিম ইকবালের সাথে সমঝোতা করে তাকে দ্রুত স্কোয়াডে রাখে তার আহ্বান জানান মানববন্ধনের বক্তারা।
এছাড়াও তা না হলে আগামী শুক্রবারে আবারো তারা মানববন্ধন করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।