স্পোর্টস ডেস্ক:
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি। কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। পর পর দুই ম্যাচে উইকেটশূন্য তিনি।এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি।
সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব।যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব।
লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?
ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা।
কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা।অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।
আপেল মাহমুদ লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর ✌️
মজার ছলে মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, গত সপ্তাহে মসজিদ থেকে আমার এইরকম এক জোড়া জুতা চুরি হয়ে গিয়েছিল সাকিব ভাই…. ? নিজেরগুলো সাবধানে রাখবেন।
ফারজানা লিখেছেন, বিজ্ঞাপনটা জুতার নাকি টাইলসের- কিছুদিন পর জানা যাবে ?
এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ২৪