স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জয়ে অস্ট্রেলিয়াকে হটিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সাত নম্বর পজিশন থেকে ছয়ে উঠে যায় বাংলাদেশ।
এই জয়ে ব্যাট হাতে ৩২ বলে ৫টি চারের সাহায্যে ৩৭ রানের লড়াকু ইনিংস খেলেন মাহমুদউল্লাহ রিয়াদ। পাশাপাশি চতুর্থ উইকেটে ওপেনার মোহাম্মদ নাঈমের সঙ্গে ২৯ বলে ৩৪ এবং ষষ্ঠ উইকেটে নুরুল হাসান সোহানের সঙ্গে ২২ বলে গড়েন ৩২ রানের জুটি।
শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ৪ রানে জয় পেয়েছে বাংলাদেশের টাইগাররা। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ৩৭ রান করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এ ম্যাচে অপেনিং জুটিতেই ৫৯ রান তুলে বাংলাদেশ। লিটন, মুশফিক ও সাকিবের বিদায়ের পর দলের হার ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দলকে একেবারে শেষ ওভার পর্যন্ত টেনে নিয়ে যান তিনি। তার লড়াকু ৩৭ রানে ভর করে ১৪১ রানের চ্যালেঞ্জিং রান পায় টাইগাররা।
৫টি চারে ৩২ বল খেলে ৩৭* রানে অপরাজিত থাকেন তিনি।
বাংলাদেশের দেওয়া ১৪২ রানের লক্ষ্যে নেমে ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস।
কিইউ অধিনায়ক টম লাথাম করেন অপরাজিত ৬৫* রান। এছাড়া উইলি ইয়াংয়ের ব্যাট থেকে আসে ২২ রান।
টাইগার বোলার সাকিব ও মেহেদী নিয়েছেন দুইটি করে উইকেট।
সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর।