স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকেই বেছে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
বুধবার (১৯ জানুয়ারি) অফিশিয়াল ফেসবুক পেজ থেকে লাইভে এসে তার নাম জানানো হয়।
নেতৃত্ব পেয়ে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, তিনি সম্মানিত হয়েছেন।
মিরাজ আরও বলেন, ‘চট্টগ্রামের হয়ে এ বছর প্রথম খেলছি আমি। তারা আমাকে যে সম্মানটা দিয়েছে, আমি চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। এ বছর তরুণদের নিয়ে খুবই ভালো দল হয়েছে, যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তারা আমাদের প্রতি যে বিশ্বাসটা রেখেছেন, আমাদের সেটা ফিরিয়ে দেওয়া উচিত।’
একই সঙ্গে তিনি অভিজ্ঞ ক্রিকেটারদের সাহায্যও চেয়েছেন, ‘আমাদের বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে। তাদের কাছে আমি সাহায্য চাই। কারণ আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। যেহেতু আমি প্রথম চট্টগ্রামের অধিনায়কত্ব করছি। আপনারা সবাই সাহায্য করলে আমার কাজটা সহজ হয়ে যাবে।’
পাশাপাশি সমর্থকদের উদ্দেশ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক বলেন,‘আপনারা সবসময় আমাদের সাথে ছিলেন, আছেন এবং আশা করি সামনের দিনগুলোতেও থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।’