স্পোর্টস ডেস্ক:
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর মাঠে দেখা যাবে না ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারকে। গোড়ালির চোটে পড়া ব্রাজিলিয়ান এই সুপারস্টার সুইজারল্যান্ড এবং ক্যামেরুনের বিপক্ষে ম্যাচ খেলতে পারবেন না, আর তাই থেকে ছিটকে পড়েছেন এই ফরোয়ার্ড।
এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তা দিয়েছেন নেইমার ।
সেখানে তারকা এই ফুটবলার লিখেছেন, ব্রাজিলের জার্সি গায়ে দিয়ে গর্ব ও ভালোবাসা অনুভব করেন। নেইমার বলেন, ‘ব্রাজিলের জার্সি গায়ে দিতে আমি যে পরিমাণ গর্ব ও ভালোবাসা অনুভব করি তা বলে বোঝানো যাবে না। যদি ঈশ্বর আমাকে কোনো দেশে জন্মানোর সুযোগ দিতেন, সেটা ব্রাজিলই হতো।’
নেইমার আরো বলেন, ‘আমার জীবনে কিছুই এমনিতে বা সহজে হয়নি। আমাকে সবসময় লক্ষ্য ও স্বপ্নের পেছনে ছুটতে হয়েছে। কখনও কারো ক্ষতি না করে সাহায্য করতে চেয়েছি।’
ইনজুরি থাকলেও আবার ফিরে আসার ব্যাপারে নেইমার লিখেছেন, ‘আজ ক্যারিয়ারের অন্যতম কঠিন এক মুহূর্তে এসে দাঁড়িয়েছি, আবারও একটা বিশ্বকাপে। হ্যাঁ, আমার ইনজুরি আছে এটা বিরক্তিকর, জানি, এটা কষ্টও দেবে।
কিন্তু আমি নিশ্চিত ফিরে আসার সুযোগ আছে। কারণ দেশকে সাহায্য করতে সেরা চেষ্টা করবো। আমার আস্থা অনিঃশ্বেষ।’