নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি এলাকায় ভিআইপি টাওয়ারে শপিং মার্কেটে অভিযান চালিয়ে বিদেশ থেকে অবৈধভাবে আনা প্রসাধনী সামগ্রী বিক্রি করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (৮ মে) রাত ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ডেপুটি কালেকটর আবদুস সামাদ এ সব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
তিনি আরও বলেন, ভিআইপি টাওয়ারে অবৈধভাবে আমদানি করা প্রসাধনী সামগ্রী বিক্রির মহোৎসব চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় সেখানে। সেখানে অবৈধভাবে আমদানি করা প্রসাধনী সামগ্রী বিক্রি করায় বনলতা ফ্যামিলি মার্ট, দ্য বেবী শপ ও সানশাইন কালেকশনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।